মহানবী (সা.) কে অবমাননা, বিজেপি মুখপাত্র বহিষ্কার

নবী মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের কারণে দলের মুখপাত্র নুপুর শর্মা এবং তার সহকর্মী নবীন কুমার জিন্দালকে বহিষ্কার করেছে বিজেপি। রবিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

নবী মোহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। ঘটনার পর যেকোন ধর্মীয় ব্যক্তিত্বের অবমাননা করার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিতি দিয়েছে বিজেপি।

বিবৃতিতে বলা হয়, ভারতের হাজার বছরের ইতিহাসে প্রতিটি ধর্মই প্রস্ফুটিত এবং বিকাশ লাভ করেছে। ভারতীয় জনতা পার্টি সব ধর্মকে সম্মান করে। বিজেপি যে কোনও ধর্মের ধর্মীয় ব্যক্তিত্বের অবমাননার তীব্র নিন্দা করে। এমন মন্তব্য সহিংসতাকে উস্কে দিয়েছে। তাই তাদের দল থেকে বহিষ্কার করেছে বিজেপি।

বিৃতিতে আরো বলা হয়, যদি কেউ যে কোনো মতাদর্শের বিরুদ্ধে, কোনো সম্প্রদায় বা ধর্মকে অপমান বা অবমাননা করে তবে বিজেপি তাদের বা তাদের দর্শনকে সমর্থন করে না। ভারতের সংবিধান প্রতিটি নাগরিককে তার পছন্দের যে কোনও ধর্ম পালন করার এবং প্রতিটি ধর্মকে সম্মান করার অধিকার দেয়।

বিজেপি আরো বলেছে, স্বাধীনতার ৭৫ তম বছরে এসে ভারতকে আমরা এমন একটি মহান দেশ হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে সবাই সমান এবং মর্যাদার সঙ্গে বাস করে। যেখানে সকলেই ভারতের একতা ও অখণ্ডতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এখানের সবাই সমৃদ্ধি ও উন্নয়নের সুফল ভোগ করবে।

বিবৃতির পর নূপুর শর্মাকে বরখাস্ত, তদন্ত মুলতুবি এবং নবীন কুমার জিন্দালকে বহিষ্কারের আদেশ জারি করে বিজেপি। নূপুর শর্মা পার্টির জাতীয় মুখপাত্র এবং নবীন জিন্দাল পার্টির দিল্লি মিডিয়া ইউনিটের নেতৃত্ব ছিলেন।

গত সপ্তাহে টিভি বিতর্কের সময় নূপুর শর্মার অবমাননাকর মন্তব্যের মুসলিম গোষ্ঠীগুলি থেকে ক্ষোভ ও প্রতিবাদের সূত্রপাত হয়। বিতর্কটি নবীন কুমার জিন্দাল টুইটারে পোস্ট করার পর অনেকে ক্ষুব্ধ হন। ফলে তিনি বাধ্য হয়ে পোস্টটি ডিলেট করে দেন।

বিতর্কিত মন্তব্যের পর শুক্রবার উত্তর প্রদেশের কানপুরে বাজার বন্ধ করার আহ্বান করা হয়। আহ্বানকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ বাধে। সংঘর্ষে ২০ পুলিশ কর্ম সহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছে।

বাজার বন্ধের আহ্বান করা গ্রুপের বিরোধিতা করে অন্য একটি গ্রুপ। ফলে পাথর ছুড়াছুড়ির মধ্য দিয়ে সংঘর্ষ সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে এবং সহিংসতা এড়াতে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পুলিশ। সংঘর্ষ থেকে ৩৬ জনকে গ্রেপ্তার এবং ১৫০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মন্তব্যের জন্য নূপুর শর্মার নামে একাধিক মামলা করা হয়েছে মহারাষ্ট্রে। পরে অবশ্য অপরাধ অস্বীকার করেছেন তিনি। তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।