জয় দিয়ে স্টোকসের অধিনায়কত্বের শুরু

ইংল্যান্ড টেস্ট দলের দীর্ঘমেয়াদী অধিনায়কত্বের অভিষেক ম্যাচের সাবেক অধিনায়ক জো রুটের হাত ধরে জয় পেলেন অধিনায়ক বেন স্টোকস তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে পরাজিত করল ইংল্যান্ড। শতক হাঁকিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট।

৫ উইকেটে ২১৬ রান নিয়ে তৃতীয় দিন বিরতিতে গিয়েছিল ইংল্যান্ড। জয়ের জন্য চতুর্থ দিনে ইংল্যান্ডের প্রয়োজন ছিল আর ৬১ রান। কোনো উইকেট না হারিয়ে প্রথম সেশনেই তা তুলে ফেলে স্বাগতিকরা। রুট ও বেন ফোকসের জুটি অবিচ্ছিন্ন থাকে ১২০ রানে। ফলে ৫ উইকেটের জয় পায় বেন স্টোকসের দল।

অধিনায়কত্ব ছাড়ার পর প্রথম ম্যাচেই সেঞ্চুরি হাঁকালেন রুট। ১১৫ রানের অপরাজিত ইনিংসে ম্যাচসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। ১৭০টি বল মোকাবেলা করেন তিনি। রুটের ব্যাট থেকে আসে ১৫টি চার। ফোকস ৯২ রানে ৩২ রান অপরাজিত থাকেন। তিনি হাঁকান তিনটি চার।

উল্লেখ্য, প্রথম ইনিংসে নিউজিল্যান্ড অল-আউট হয়েছিল ১৩২ রানে। জবাবে ইংল্যান্ড অল-আউট হয়েছিল ১৪১ রানে। দ্বিতীয় ইনিংসে ড্যারিল মিচেল (১০৮) ও টম ব্লান্ডেলের (৯৬) ব্যাটে ঘুরে দাঁড়ায় সফরকারী কিউইরা। সংগ্রহ করে ২৮৫ এবং ইংল্যান্ডকে ছুঁড়ে দেয় ২৭৭ রানের লক্ষ্য।