সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বাড়িয়েছে কানাডা

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির পরিমাণ প্রায় চার কোটি ডলার বাড়িয়েছে কানাডা। ইয়েমেনে সৌদি আগ্রাসন নিয়ে মতভিন্নতা ও দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন থাকার পরও বেড়েছে এই অস্ত্র বিক্রি।

গত মঙ্গলবার কানাডা সরকারের আন্তর্জাতিক বিষয়ক বিভাগ জানিয়েছে, ২০২১ সালে দেশটি সৌদি আরবের কাছে ১৩৪ কোটি মার্কিন ডলারের অস্ত্র বিক্রি করেছে। আগের বছর যার পরিমাণ ছিল ১৩০ কোটি ডলার।

লন্ডনভিত্তিক অনলাইন নিউজ আউটলেট মিডিল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ বছর ধরে কানাডা থেকে অস্ত্র আমদানি করা দ্বিতীয় বৃহত্তম দেশ সৌদি আরব। অথচ ২০১৮ সালে কূটনৈতিক সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠলে কানাডার সঙ্গে বাণিজ্য স্থগিত করে সৌদি আরব।

সে সময় আরও বেশ কিছু পদক্ষেপ নেয় দেশটি। রিয়াদে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়। কানাডার বিভিন্ন মেডিক্যাল কলেজে পড়তে যাওয়া হাজার হাজার শিক্ষার্থীকে ফিরিয়ে নেয় সৌদি আরব। ফলে উভয় দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় দেখা দেয় বিশৃঙ্খলা।

অপরদিকে কানাডাসহ পশ্চিমা দেশগুলো মানবাধিকারের কথা বলে থাকে প্রায়ই। তবে প্রতি বছর বিপুল পরিমাণ অস্ত্র দারিদ্রপীড়িত ইয়েমেনের বেসামরিক জনগণকে হত্যার জন্য সৌদি আরবের হাতে তুলে দেয় দেশটি।