সৌদি আরবে ৮টি ক্ষেত্রে পেশা বদলাতে প্রবাসীদের অনুমতি লাগবে না

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এর অধিভুক্ত কুইয়া (QIWA) প্লাটফর্ম সম্প্রতি নির্দিষ্ট কিছু পেশায় কর্মরত প্রবাসীদের পেশা পরিবর্তনে তাদের অনুমতির প্রয়োজন হবে না বলে জানিয়েছে। ইকামা বা রেসিডেন্সি পারমিটে পেশা পরিবর্তন করার ক্ষেত্রে উক্ত প্রবাসী কর্মীর অনুমতি নেয়ার শর্তটি বাতিল করেছে বলে জানা গিয়েছে।

কুইয়া প্লাটফর্মের ৮টি পেশায় এই নতুন পরিবর্তনটি প্রযোজ্য হবে বলে জানা গিয়েছে। এই পেশাগুলো হলো “ডাক্তার, ইঞ্জিনিয়ার, অভিজ্ঞ (Expert), বিশেষজ্ঞ (Specialist), স্পেশালাইজড এক্সপার্ট, মনিটরিং টেকনিশিয়ান, কর্মী, এবং সাধারন কর্মী।

সাধারনত কর্মীদের ইকামাতে তাদের পেশা পরিবর্তন করার জন্য উক্ত কর্মীর অনুমতি দরকার হয়, এবং এক্ষেত্রে তাদের ২ হাজার রিয়াল ফি প্রদান করতে হয়। তবে, এখন থেকে উল্লেখ্য এই ৮ পেশার কর্মীদের পেশা পরিবর্তন কে “পরিবর্তন” হিসেবে গণ্য করা হবে না, বরং “সংশোধন” হিসেবে গণ্য করা হবে। কোন ফি প্রদান ছাড়া একবার এই সংশোধন করা হবে।

Qiwa কর্তৃপক্ষ জানিয়েছে, যেকোন কর্মীর ভবিষ্যতে চাকুরীতে ঢোকার জন্য সঠিক পেশা এবং তার বিবরণ থাকা বাধ্যতামূলক। Qiwa প্লাটফর্মে কর্মীদের পেশা পরিবর্তন বা সংশোধন শুধুমাত্র বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন – সেসকল প্রবাসী কর্মীদের জন্য প্রযোজ্য।

গ্যাস স্টেশন, খাবার ও পানীয় বিক্রির স্টল বা দোকান, ব্যক্তিগত সহায়তা, কংক্রীট, যানবাহন রং, রং ইন্ডাস্ট্রি, বিল্ডিং বা ছাদ পরিষ্কার করা, ক্রেণ, চামড়ার পণ্য প্রস্তুত, প্রিন্টিং এবং বাইন্ডিং এর কাজ, বৈদ্যুতিক জিনিসপত্র রক্ষণাবেক্ষণ, কমিউনিকেশন এবং ইনফরমেশন সংক্রান্ত যন্ত্রপাতি ও লাইন রক্ষণাবেক্ষণ, ফল ও সবজি সংরক্ষন, পোকা-মাকড় নিয়ন্ত্রণে রাখার কাজ, মাইনিং, বিভিন্ন আসবাব তৈরী, প্লাস্টিক এবং মেটাল পণ্য তৈরী, হোটেল ম্যানেজমেন্ট, অফিস বা প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা, যানবাহন পার্কিং, লন্ড্রি, ইস্ত্রি করা, কার্পেট পরিষ্কার করা, যানবাহন পরিষ্কার করা, পানির ট্যাংক পরিষ্কার করা, সুয়েজ লাইনে কাজ করা, বিভিন্ন ফার্মের গবাদি পশু লালন পালন, পোলট্রি বা পাখির খামারের কাজ, রাস্তা পরিষ্কার করা, বাগান পরিষ্কার করা, কৃষি ও বিভিন্ন খামারে কর্মরত প্রবাসী কর্মীরা নতুন এই পরিবর্তনের আওতায় থাকবেন।

উল্লেখ্য যে, বিগত ২০২১ সালের মার্চ মাস থেকে যেকোন প্রবাসী কর্মীর কাজের চুক্তি অর্থাৎ ওয়ার্ক কনট্রাক্ট Qiwa প্লাটফর্ম এর মাধ্যমে দেখা যাওয়ার এবং যেকোন প্রয়োজনীয় পরিবর্তন করার সিদ্ধান্ত বাস্তবায়ন করেছিলো সরকার। এরফলে খুব সহজেই ব্যবসার মালিকেরা প্রবাসী কর্মীর কর্মচুক্তি দেখতে পারবেন এবং পরিবর্তন করতে পারবেন এবং দ্রুত সময়ে এই কাজগুলো সম্পন্ন করা হয়ে যাবে।

বর্তমানে Qiwa প্লাটফর্ম এর মাধ্যমে ৮৫ টিরও বেশি সেবা লাভ করা যাচ্ছে। এই প্লাটফর্মের অন্যতম বড় সুবিধা হচ্ছে এর ফলে প্রবাসী কর্মীরা কর্মচুক্তি শেষ হবার পরে বর্তমান মালিকের অনুমতি ছাড়াই নতুন মালিকের প্রতিষ্ঠানে কাজ শুরু করতে পারবেন।

গত ১২ মে থেকে সকল কর্মীদের ওয়ার্ক কন্ট্রাক্ট Qiwa প্লাটফর্মে ট্রান্সফার এবং নথিভুক্ত করে রাখা হয়েছে। ইতিমধ্যেই মন্ত্রণালয় সকল কর্মীর ওয়ার্ক কন্ট্রাক্ট Qiwa প্লাটফর্মে নথিভুক্ত করেছেন, এবং এর ফলে যেকোন প্রতিষ্ঠানের মালিক সহজেই তার অধীনস্ত কর্মীর কর্মচুক্তি দেখতে ও পরিবর্তন করতে পারবেন। একইসাথে এরফলে যেকোন প্রবাসী কর্মী কর্মচুক্তির শেষে সহজেই নতুন প্রতিষ্ঠানে যোগদান করতে পারবেন।