টস জিতে ব্যাটিংয়ে রাজস্থান

আইপিএল ১৫তম আসরের ফাইনাল শুরু। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। ফাইনালে রাজস্থান রয়েলসের মুখোমুখি চলতি আসরের নতুন দল গুরজরাট টাইটান্স। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান রয়েলস।

এই ম্যাচেই ঠিক হবে কে হচ্ছে চ্যাম্পিয়ন? ফাইনালের মতো টানটান উত্তেজনাকর ম্যাচে নিজেদের সেরা একাদশকে মাঠে নামাতে চাইবে গুজরাট ও রাজস্থান।

এবারের আইপিএলে পয়েন্ট টেবিলের এক নম্বরে ছিল গুজরাট টাইটানস। টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে রাজস্থানকে হারিয়ে সবার আগে ফাইনালে উঠে যায় হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটানস। আগের ম্যাচে জয় পাওয়ায় ফাইনালে গুজরাট দলে পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই।

অন্যদিকে রাজস্থান রয়েলস টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ারে বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। আগের ম্যাচে জয় পাওয়ায় তারাও দলে কোনো পরিবর্তন করতে চাইবে না।