১৬ দেশে নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা সৌদির

পুনরায় করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাব শুরু হওয়ায় বিশ্বের ১৬টি দেশে সৌদি নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটিতে গত কয়েক সপ্তাহে দৈনিক করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকার পর এই নিষেধাজ্ঞা এসেছে।

এরমধ্যে রয়েছে লেবানন, সিরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান, ভারত, ইয়েমেন, সোমালিয়া, ইথিওপিয়া, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, লিবিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, আর্মেনিয়া, বেলারুশ ও ভেনেজুয়েলা। গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধির পরে এই নিষেধাজ্ঞা সেওয়া হলো।

তবে সংবাদমাধ্যম আল অ্যারাবিয়া জানায়, সৌদি আরবে এখনও মাঙ্কিপক্সে আক্রান্ত কোনো ব্যক্তি শনাক্ত হননি বলে জনসাধারণকে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য উপমন্ত্রী ডা. আবদুল্লাহ আসিরি বলেন, সৌদির স্বাস্থ্য খাত ‘মাঙ্কিপক্সের’ সন্দেহজনক নমুনাগুলো পর্যবেক্ষণ ও শনাক্ত করতে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম।

তিনি বলেন, এখন পর্যন্ত মানুষের মধ্যে মাঙ্কিপক্সের সংক্রমণ খুব সীমিত। তাই এটি থেকে যেকোনো প্রাদুর্ভাব ঘটার সম্ভাবনা কম। এমনকি যেসব দেশে মানুষের দেহে মানুষের দেহে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে, তা খুব কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, ১১টি দেশে প্রায় ৮০ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এতে আরও বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি।সূত্র: গালফ নিউজ