চলচ্চিত্র পরিচালনায় সৌদি অভিনেত্রী ফাতিমা

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনায় নামছেন সৌদি আরবের নির্মাতা, অভিনেত্রী ও অ্যাকটিভিস্ট ফাতিমা আল-বানাবি। ‘বাসমা’ নামের এ সিনেমায় তার দেশের মানসিক অসুস্থতাজনিত সমস্যা নিয়ে সাহসী বয়ান তুলে ধরবেন।

এক প্রতিবেদনে ভ্যারাইটি জানায়, ‘বাসমা’র কাহিনিও লিখেছেন ফাতিমা। সামনের অক্টোবরে জেদ্দায় এর শুটিং শুরু হবে।

ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফাতিমা আল-বানাবি। তাকে দেখা যাবে ২৬ বছরের এক তরুণীর চরিত্রে যার বাবা প্যারানয়েড বিভ্রান্তিতে ভুগছে। যুক্তরাষ্ট্র ফেরত ওই তরুণী বাবাকে অসুস্থতা থেকে সারিয়ে তুলতে চেষ্টা করে, কিন্তু বাধ্য হয়ে তাকে একপর্যায়ে দেশ ছাড়তে হয়।

মনোবিদ্যার ওপর ডিগ্রি রয়েছে ফাতিমার, হার্ভার্ড থেকে ধর্মতত্ত্বের ওপর মাস্টার্সও করেছেন। পারিবারিক বিষয় নিয়ে আগ্রহ আছে তার। মানবিক সম্পর্কও তাকে আকৃষ্ট করে।

ফাতিমার পরিবারের সদস্যরা হয় ধর্মতত্ত্ববিদ, নয়তো মনোবিদ। এ কারণে নির্মাণাধীন সিনেমার বিষয়ে তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। হাসপাতাল ও প্রাতিষ্ঠানিক কাঠামোর বাইরে পরিবার ও বাড়ির সাপেক্ষে তিনি মানসিক সমস্যাকে তুলে ধরবেন ‘বাসমা’য়।

২০১৬ সালে মোহাম্মদ সাবাগ পরিচালিত আলোচিত কমেডি ‘বারাকা মিটস বারাকা’য় প্রথমবার অভিনয় করেন ফাতিমা। বার্লিন উৎসব ও সৌদি আরব থেকে অস্কারে পাঠানো ছবিটি তাকে লাইমলাইটে নিয়ে আসে।

সম্প্রতি নিজের তৈরি স্বল্পদৈর্ঘ্য ছবি ‘আ ব্লিঙ্ক অফ অ্যান আই’ ছবিতে অভিনয় করেছেন ফাতিমা। এ ছাড়া নেটফ্লিক্সের প্রথম আরবী অরিজিনাল শো ‘প্যারানরমাল’-এ অভিনয় করেছেন তিনি।