কীভাবে যুদ্ধ থামতে পারে, জানালেন জেলেনস্কি

ইউক্রেনের যুদ্ধ কেবল কূটনীতির মাধ্যমে বন্ধ হতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই মন্তব্য করেছেন। কিয়েভ ও মস্কোর মধ্যে আলোচনার অচলাবস্তার মধ্যে জেলেনস্কি এমন মন্তব্য করলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউক্রেনের টেলিভিশনে বক্তৃতায় জেলেনস্কি বলেন, তার দেশ যুদ্ধক্ষেত্রে বিজয়ী হতে পারে, তবে বিষয়গুলো কেবল আলোচনার টেবিলে একটি চূড়ান্ত ফয়সালা হবে। তিনি আরও বলেন, কূটনীতির মাধ্যমে সমাপ্তি হবে। যুদ্ধ রক্তাক্ত হবে, লড়াই হবে কিন্তু কেবলমাত্র নিশ্চিতভাবে কূটনীতিকের মাধ্যমে এর সমাধান হবে। কারণ কোনোপক্ষেই ছেড়ে দেওয়ার পাত্র নয় তাই এটি সহজে হবে না।

মঙ্গলবার কিয়েভের প্রধান আলোচক মিখাইলো পোদোলিয়াক বলেন, আলোচনা স্থগিত হয়ে আছে। এর পরে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ অভিযোগ করেন, শত্রুতা বন্ধের জন্য কিয়েভ কর্তৃপক্ষ আলোচনা চালিয়ে যেতে চাচ্ছে না।

এদিকে, রাশিয়ার সংবাদ সংস্থা জানিয়েছে, দুই দেশের মধ্যে সর্বশেষ আলোচনা হয়েছে প্রায় এক মাস আগে।