আমরা কাউকে পদ্মা সেতুতে চুবাতে চাই না: নূর

পদ্মা সেতু নিয়ে প্রধান্মন্ত্রীর বক্তব্য অসহিষ্ণু বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূর। শুক্রবার ২০ (মে) বিকেলে জাতীয় প্রেস্ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি আরও বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ অবস্থানে থেকে প্রধান্মন্ত্রীর এমন বক্তব্য দেশবাসী ঘৃণাভরে প্রত্যাখান করেছে। এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলার ব্যাপক সমলোচনা করেন।

পেশাজীবী অধিকার পরিষদ এর উদ্যোগে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে তিনি আর বলেন, আমরা কাউকে পদ্মা সেতুতে চুবাতে চাই না। বর্তমানে রাজনীতি একটা গুণ্ডাপাণ্ডাদের আখড়ায় পরিণত হয়েছে।

এ সময় সমাবেশে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের নেতা ব্রিগেডিয়ার (অব.) হাবিবুর রহমান হাবিব, ড. বদরুল আলম সিদ্দিকী, অধ্যাপক মালেক ফরাজীসহ পেশাজীবী অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের নেতারা।

উল্যেখ, পদ্মা সেতু নির্মাণের জন্য বিশ্ব ব্যাংক থেকে লোনের আবেদন করেছিল তৎকালীন আ’লীগ সরকার। সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ তুলে লোন না দেওয়ার সিধান্ত নেয় বিশ্বব্যাংক। লোন বন্ধ হওয়ার পর তৎকালীন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া পদ্মা সেতু জোড়াতালি দিয়ে হচ্ছ বলে মন্তব্য করেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, অনিয়মের জন্য নয় গ্রামীন ব্যাংকের এমডির পদ থেকে ড. ইউনুস কে অপসারন করা ও দেশে উন্নয়ন সহ্য করতে না পারা খালেদা জিয়া এই দুজনে মিলে এই লোন বন্ধের সকল ব্যাবস্থা করেন।