দক্ষিণী সিনেমা পুষ্পা: দ্য রাইজ-এর সাফল্য আগের বহু রেকর্ড ছাড়িয়েছে। আর এ সিনেমায় ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ শিরোনামের আইটেম গানটি বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার উপরে জায়গা করে নিয়েছে। আর এই গানের মাধ্যমে দক্ষিণী তারকা সামান্থা প্রথমবার আইটেম গানে পারফর্ম করেছে।
চলতি বছরের ৭ জানুয়ারি মুক্তি পায় আইটেম গানটির মূল ভিডিও। এটি প্রকাশ্যে আসার পর ভূয়সী প্রশংসা কুড়ান সামান্থা। এবার বলিউড অভিনেতা রণবীর সিং জানালেন, এই গানের ‘পাগল ভক্ত’ তিনি। ইন্ডিয়া টুডের সঙ্গে আলাপকালে এমন অভিব্যক্তি প্রকাশ করেন রণবীর।
‘গলি বয়’খ্যাত অভিনেতা রণবীর সিংয়ের অন্যতম প্রিয় গান ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’। সম্প্রতি বিষয়টি উল্লেখ করে রণবীর সিং বলেন, আমার অন্যতম প্রিয় গান এখন ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’। গানটি প্লে করলেই পাগল হয়ে যাই। এই গানের কথা আমি বুঝতে পারি না। কিন্তু গানটির মিউজিক আমাকে স্পর্শ করে। এটি আমার কাছে বিশেষ কিছু।
পুষ্পা সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন। তাকে পুষ্পা রাজ নামের এক চোরাকারবারির চরিত্রে দেখা যায়। এতে আল্লুর বিপরীতে আছেন রাশমিকা মান্দানা। এছাড়াও এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল। সুকুমার পরিচালিত সিনেমাটি গত ১৭ ডিসেম্বর তামিল, তেলেগু, মালায়ালাম, হিন্দি ও কন্নড় ভাষায় মুক্তি পায়। মুক্তির পর বক্স অফিস দাপিয়ে বেড়ায় সিনেমাটি।