কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী অজ্ঞাত মাইক্রোবাসের ধাক্কায় শাহাদাৎ হোসেন (৩২) নামের এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মহসীন। নিহত শাহাদাৎ উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের শফিকুর রহমানের পুত্র।
এসআই মহসীন সৃত্রে বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রাস্তা পারাপারের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার টাইমস্ স্কয়ার হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শাহাদাৎ একই ইউনিয়নের বর্ধনবাড়ী গ্রামে বিয়ে করে। তিনি ১ ছেলে ও ১ মেয়ের জনক ছিলেন। বিগত কিছুদিন আগে ছুটিতে সৌদি আরব থেকে দেশে আসেন শাহাদাত। মঙ্গলবার বাদ আছর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন হবে।
উল্লেখ্য, গত সোমবার ভোরে চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসচাপায় আরেকটি দুর্ঘটনায় প্রবাসীসহ দুই পথচারী নিহত ও অপর আরেক পথচারী গুরুতর আহত হন।