নিষিদ্ধ ইনজেকশন নিয়ে বিশ্বকাপ সেমিফাইনালে খেলেছেন রিজওয়ান!

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে হাসপাতালে ভর্তি ছিলেন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। বুকের ব্যথায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিতে হয়েছিল। কিন্তু ম্যাচ খেলতে অস্থির হয়ে পড়েছিলেন রিজওয়ান। যে কারণে মাঠে নামার আগে ড্রেসিংরুমে তাকে এমন একটি ইনজেকশন নিতে হয়েছিল, যেটা আইসিসি কর্তৃক নিষিদ্ধ!

বিশ্বকাপের ছয় মাস পর রিজওয়ানের ইনজেকশন নেওয়ার ঘটনা ফাঁস করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নাজিব সোমরো।

পিসিবির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে রিজওয়ানের সঙ্গে বিশ্বকাপের স্মৃতি রোমন্থন করতে গিয়ে নাজিব বলেন, ‘তুমি শ্বাস নিতে পারছিলেন না এবং তোমাকে সুস্থ করতে ইনজেকশন দিতে আইসিসি থেকে অনুমতি নিতে হয়েছিল আমাকে। এটা সাধারণত ক্রীড়াবিদদের জন্য নিষিদ্ধ, কিন্তু কোনো বিকল্প ছিল না। ইনজেকশন দিতে আইসিসির সম্মতি নিতে হয়েছিল আমাকে। ‘

গত ৩ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের আগে হাসপাতালে ছিলেন রিজওয়ান। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে পরের দিন সেমিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি ৬৭ রানের নান্দনিক ইনিংস খেলেছিলেন। তবে ম্যাচটি ৫ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান। সেমিফাইনাল থেকে দল বিদায় নিলেও পুরো আসরে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন রিজওয়ান। ৬ ম্যাচে ৩ হাফসেঞ্চুরিতে করেছিলেন ২৮১ রান। যা টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ।