উত্তাল শ্রীলংকা, সংঘর্ষে সরকারদলীয় এমপি নিহত

শ্রীলংকায় চলমান সরকার বিরোধী আন্দোলনে অমরকীর্থী আঠুকোরলা নামে একজন সরকারদলীয় একজন এমপি নিহত হয়েছেন।সোমবার (৯ মে) শ্রীলংকার নিতাম্বুওয়া শহরে সরকার দলীয় এমপি অমরকীর্থী আঠুকোরলার গাড়ির সামনে পথ আটকে বিক্ষোভ করছিল কিছু লোক। এসময় তাদের দিকে গুলি ছোড়েন অমরকীর্থী, এতে অন্তত দুজন গুরুতর আহত হন। এরপর পার্শ্ববর্তী একটি ভবনে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন ওই এমপি। পরে সেখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

তিনি কিভাবে নিহত হন সে বিষয়টি এখনো জানা যায়নি। এদিকে গত কয়েকদিন ধরে শ্রীলংকায় অর্থনৈতিক মন্দা চলছে। বর্তমানে দেশটি অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে।ইতিমধ্যে গণবিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের অনুরোধে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ভারতের গণমাধ্যম এনডিটিভি এই খবর প্রকাশ করেছে। দেশটির বাণিজ্যিক রাজধানী কলম্বোয় সরকারবিরোধী প্রধান একটি বিক্ষোভস্থলে ক্ষমতাসীন দলের সমর্থকরা হামলা চালানোর পর প্রধানমন্ত্রী মাহিন্দার পদত্যাগের খবর এল।

ক্ষমতাসীন দলের কয়েকশত সমর্থক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বড় ভাই প্রধানমন্ত্রী মাহিন্দার সরকারি বাসভবনের সামনে সমাবেশ করে, এরপর সেখান থেকে মিছিল করে গিয়ে প্রেসিডেন্ট দপ্তরের সামনে অবস্থানরত সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়। হামলকারীদের সেখান থেকে সরাতে পুলিশ কাঁদুনে গ্যাস ও জলকামান ব্যবহার করে।এছাড়া রাজধানী কলম্বোতে সরকারবিরোধী বিক্ষোভে ছাত্রজনতা, পেশাজীবীর সঙ্গে যোগ দিয়েছেন বৌদ্ধ ভিক্ষুরাও। দেশটিতে ক্রমেই তীব্রতর হচ্ছে আর্থিক এবং রাজনৈতিক সংকট।

উল্লেখ্য, স্বাধীনতার পর থেকে সবচেয়ে খারাপ আর্থিক সংকটের মোকাবেলা করছে শ্রীলঙ্কা। অর্থনীতি পরিচালনায় ভুল ব্যবস্থাপনার কারণে প্রেসিডেন্ট গোটাবায় ও তার প্রভাবশালী পরিবারকে ক্ষমতা থেকে সরে যাওয়ার দাবি জানাচ্ছে ভারত মহাসাগরীর দ্বীপ দেশটির হাজার হাজার সরকারবিরোধী বিক্ষোভকারী। গত কয়েক সপ্তাহ ধরে গোটবায়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ আরও প্রবল হয়ে উঠেছে।