হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা চলছে সৌদি বাদশাহ সালমানের

সৌদি আরবের বাদশাহ সালমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। কারণ হিসেবে স্বাস্থ্য পরীক্ষার কথা বলা হলেও কি পরীক্ষা করা হবে, সে বিষয়ে কিছু জানায়নি কর্তৃপক্ষ। িসৌদি প্রেস এজেন্সির বরাতে রোববার বার্তা সংস্থা এএফপি জানায়, ২০১৫ সাল থেকে আরব বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি এবং শীর্ষ তেল রপ্তানিকারক এ দেশটি শাসন করছেন বাদশাহ সালমান। বর্তমানে তার বয়স ৮৬ বছর।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, তার স্বাস্থ্য নিয়ে সাধারণত একটু গোপনীয়তাই বজায় রাখা হয়। রাষ্ট্রীয় মিডিয়া রয়েল কোর্টের বিবৃতি উল্লেখ করে জানিয়েছে, কিছু মেডিকেল পরীক্ষা করানোর জন্য বাদশাহকে উপকূলীয় শহর জেদ্দায় অবস্থিত কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে নেয়া হয়েছে।

এর আগে ২০২০ সালে বাদশাহ সালমানের গলব্লাডার অপারেশন করা হয়। এ ছাড়া গেল মার্চেই তাকে পেসমেকারের ব্যাটারি পরিবর্তন করতে হাসপাতালে যেতে হয়েছিল।

রোববার রাজকীয় আদালত এক বিবৃতিতে জানায়, ‘আল্লাহ যেন দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ককে রক্ষা করেন এবং তিনি স্বাস্থ্য ও সুস্থতা উপভোগ করেন।’

২০১৭ সালে একটি খবর ছড়িয়ে পড়ে যে, বাদশাহ তার ক্ষমতা দেশে শাসনের মূলে থাকা তার ছেলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে হস্তান্তরের পরিকল্পনা করছেন। কিন্তু একে গুজব বলে উড়িয়ে দিয়েছে সৌদি আরব।