নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেলে চড়ে দুই বন্ধু বাড়ি ফেরার সময় এক বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে অপরজন। রবিবার বিকাল ৫টার দিকে উপজেলার বনপাড়া বাজার থেকে তিরাইল নিজ এলাকায় ফেরার পথে কালিরঘুন এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়।
এ সময় হৃদয় গায়েন (১৭) নামে এক বন্ধুর চোখের ভেতর অপর গাছের ডাল ঢুকে যায় ও তা মাথার পেছন ভেদ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত হৃদয় উপজেলার তিরাইল পূর্বপাড়া এলাকার কহির গায়েনের ছেলে।
আহত অপর বন্ধুর নাম সিরাজ হোসেন (১৮)। সে ওই একই এলাকার হালিম সেখের ছেলে। তাকে বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।