আমিরাতে প্রবাসীদের কাছে ই-পাসপোর্ট পৌঁছে দিতে চায় বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ

বিশ্বের বহু দেশে লক্ষ লক্ষ প্রবাসী বাংলাদেশি বাস করে। বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, সিঙ্গাপুর, ইতালি অন্যতম।

বিদেশে থাকা প্রবাসীদের নানা ধরনের সেবার প্রয়োজন হয়। প্রবাসীদের দুয়ারে সেবা পৌঁছে দেয়ার ব্যাপারটিকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। বর্তমানে ই-পাসপোর্ট গ্রাহকদের কাছে পৌঁছে দিতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ।

এই সেবা থেকে যেন প্রবাসীরা যাতে বঞ্চিত না হয় সে ব্যাপারে সরকারি তরফ থেকে বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশ মিশনগুলোকে দিক নির্দেশনা দেয়া হয়েছে। আর এই নির্দেশনা অনুযায়ী উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাস কাজ করছে প্রবাসীদের ই-পাসপোর্ট সেবা বাস্তবায়ন নিয়ে।

বাংলাদেশ দূতাবাস আবুধাবির রাষ্ট্রদূত আবু জাফর, দুবাইস্থ বাংলাদেশি কনস্যুলেট থেকে ই পাসপোর্ট দেয়া হয়েছে। এটা ২ ভাবে আমাদের প্রবাসীদের দেয়া যেতে পারে। একটি হলো দূতাবাসে থাকা স্থায়ী মেশিনের মাধ্যমে।

এ ছাড়া আমাদের ৩ টি থেকে ৪ টি মোবাইল মেশিন দেওয়া হয়েছে। ইন্টারনেট সার্ভিস ব্যবহার করে বাইরে আমরা এই সার্ভিসটি দিতে পারছি। যে কাজটি আবুধাবিতে বসে করা যাচ্ছে, সে কাজটি বাইরে গিয়ে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে করা যাচ্ছে।

এই কার্যক্রমের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী কর্মী এবং পেশাজীবীদের নিয়ে এক ইফতারের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। এতে কূটনৈতিক, ব্যবসায়ী, কমিউনিটি ব্যক্তিরা ছাড়াও প্রায় ২ হাজার প্রবাসী উপস্থিত ছিলেন।

প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এটি আসলেই একটি প্রশংসনীয় উদ্যোগ। দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের দারে দারে সেবা পৌঁছে দেওয়ার বিষয়টিকে প্রবাসী বাংলাদেশিরা ইতিবাচক হিসেবে দেখছেন। সরকারের এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তারা।