আফগানিস্তানে তালেবানদের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা ৬ বছর পর প্রকাশ্যে এলেছেন। গতকাল শনিবার কান্দাহারের ঈদগাহ মসজিদে কয়েক হাজার মুসল্লির সামনে বক্তব্য দিয়েছেন তিনি।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আখুন্দজাদা বলেন, ‘বিজয়, স্বাধীনতা এবং সাফল্যের জন্য অভিনন্দন। এই নিরাপত্তা ব্যবস্থা ও ইসলামিক শাসন কায়েমের জন্য আপনাদের অভিনন্দন জানাই।’
সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে, কান্দাহারে মুসল্লিদের সামনের কাতারে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন আখুন্দজাদা। তার কাছে সাংবাদিকদের যেতে দেওয়া হয়নি। দুই ঘণ্টা সেখানে অবস্থান করেন তিনি। এ সময় নিরাপত্তা নিশ্চিতে পুরোটা সময় তার মাথার ওপর দুটি হেলিকপ্টার ঘোরাঘুরি করছিল।
আখুন্দজাদার আকস্মিক প্রকাশ্যে আসায় তালেবান সরকারে তার ভূমিকা নিয়ে জল্পনা ও তার মৃত্যুর গুজবের অবসান ঘটল। বর্তমানে আখুন্দজাদার বয়স ৭০ বছর। বেশির ভাগ সময় তিনি কান্দাহারে থাকেন। পাকিস্তানে ২০১৬ সালে আমেরিকার ড্রোন হামলায় তালেবানের শীর্ষ মোল্লা আক্তার মনসুর নিহত হলে তার স্থলাভিষিক্ত হন তিনি।
উল্লেখ্য, গত বছরের ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। পরে তারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। সেই সরকারই এখন আফগানিস্তান শাসন করছে।