সাবেক জার্মান টেনিস কিংবদন্তি বরিস বেকারকে আড়াই বছরের কারাবাস দিয়েছে লন্ডনের একটি আদালত। সম্পত্তি লুকিয়ে রাখার অভিযোগে চারটি মামলায় দোষী প্রমাণিত হন ৫৪ বছর বয়সী সাবেক এই টেনিস খেলোয়াড়।
আদালত থেকে বলা হয়েছে, দেনার দায় থেকে বাঁচতে নিজের সম্পত্তির পরিমাণ লুকিয়ে রাখতে বরিস। ইংলিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, বরিস ২৫ লাখ পাউন্ড সমমানের সম্পত্তি লুকিয়েছেন বলে জানিয়েছে আদালত।
লন্ডনের আদালত জানিয়েছে, আড়াই বছরের অর্ধেক সময় তাকে জেলে কাটাতে হবে আর বাকি অর্ধেক জামিনে থাকবেন। প্রায় ৫ কোটি পাউন্ড দেনা থাকায় ২০১৭ সালে বরিস বেকারকে দেউলিয়া ঘোষণা করা হয়।
টেনিসের সাবেক এই নাম্বার ওয়ান স্পেনের মায়োর্কাতে বিপুল সম্পত্তি কিনেছিলেন। সে সম্পদের দেনা শোধ করতে না পারায় এই শাস্তি পেতে হচ্ছে তাকে। ১৯৯৯ সালে টেনিসকে বিদায় বলে দেন বরিস বেকার। ক্যারিয়ারে তিনটি উইম্বলডন ও ছয়টি গ্র্যান্ড স্লাম জিতেছেন তিনি।