কন্যা সন্তানের বাবা হলেন তাসকিন

কন্যা সন্তানের সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। শুক্রবার (২৯ এপ্রিল) ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে তাসকিন নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমি কন্যা সন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন।

নিজের অফিসিয়াল ফেসবুক পোস্টে তাসকিন নিজের খুশির খবরটি প্রকাশ করার পর পরই সমর্থকরা তাকে অভিনন্দন জানাতে থাকেন।

প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর ছেলের বাবা হয়েছেন তাসকিন। তার ছেলের নাম তাশফিন আহমেদ রিহান। তাসকিন ও সৈয়দ রাবেয়া নাঈমার ৫ বছরের দাম্পত্যে এবার দ্বিতীয় সন্তানের জনক-জননী হলেন তারা।