৩০ বছর ধরে টয়লেটে সমুচা তৈরি, সৌদি রেস্তোরাঁ বন্ধ

৩০ বছরের বেশি সময় ধরে টয়লেটে তৈরি করছিল সমুচা এবং অন্যান্য স্ন্যাকস জাতীয় খাবার। এ খবরটি জানার পরে দোকান বন্ধের নির্দেশ জারি করেছে স্থানীয় প্রশাসন। ঘটনাটি ঘটেছে সৌদি আরবের জেদ্দায়। একটি গোপন তথ্যের ভিত্তিতে, জেদ্দা পৌরসভা একটি আবাসিক ভবনের ‘রেস্তোরাঁয়’ অভিযান চালিয়ে এ তথ্য পান। এ রেস্তোরার কোনো কর্মীর স্বাস্থ্য কার্ড ছিল না। এবং তারা আবাসিক আইন লঙ্ঘন করে এসক করে আসছিল। খবর: গালফ নিউজ।

গালফ নিউজের এক প্রতিবেদনে জানা যায়, রেস্তোরাঁটি টয়লেটে শুধু সমুচাই নয়, পাশাপাশি মাংস ও দুগ্ধজাত খাদ্য সামগ্রী দিয়ে বিভিন্ন রকমের খাবার তৈরি করত যা মেয়াদোত্তীর্ণ বলে বাজেয়াপ্ত করা হয়েছে। এসময় রান্নার জায়গার আশেপাশে পোকামাকড় এবং ইঁদুরও দেখতে পান প্রশাসনের কর্মকর্তারা। এক কথায় অতিরিক্ত নোংরা পরিবশে ছিল রেস্তোরাটির রান্নার স্থানে।

এ বিষয়ে জেদ্দার পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, যে তারা বেশ কয়েকটি অবৈধ রেস্তোরাঁকে সিলগালা করেছে এবং এক টনেরও বেশি খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত ও ধ্বংস করেছ। এর আগে চলতি বছরের জানুয়ারিতে, জেদ্দার একটি বিখ্যাত শাওয়ার্মা রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়েছিল যখন একটি ইঁদুরকে তরকারির উপর ঘুরাঘুরি করতে দেখা গিয়েছিল।