সিঙ্গাপুর পৌঁছেছেন সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিঙ্গাপুর পৌঁছেছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি সিঙ্গাপুর গেছেন। শুক্রবার (২২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন ওবায়দুল কাদের। এরপর আগামী সোমবার তার দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালে মার্চে ওবায়দুল কাদেরের হৃৎপিণ্ডের রক্তনালীতে ৩টি ব্লক ধরা পড়ে। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়।

পরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বাইপাস সার্জারি করা হয় তার। এরপর একাধিকবার স্বাস্থ্য পরীক্ষা করাতে দেশের বাইরে গিয়েছিলেন কাদের।