জয়ের সঙ্গে তার বাবার মাঝে মাঝে দেখা হয়: অপু বিশ্বাস

ঢাকাই সিনে’মার জ’নপ্রিয় চিত্রনায়িকা অপু বি’শ্বাস। দীর্ঘ’দিন তিনি মিডিয়া থেকে দূরে ছিলে’ন। তবে দী’র্ঘ বি’রতির পর আ’বারো তিনি অভি’নয় জগতে ফিরে এসেছেন।

সম্প্রতি ‘ছা’য়াবৃক্ষ’ ও ‘প্রিয় কম’লা’ শি’রোনা’মে দুটি সিনেমার শু’টিংয়ে অংশ নিয়েছেন এই অভিনে’ত্রী। এর ম’ধ্যে বিজয় দি’বসে মু’ক্তি পাচ্ছে তার অ’ভিনীত ‘প্রি’য় কমলা’ সিনেমা’টি। এ সিনে’মায় অপু’কে দেখা যাবে বী’রা’ঙ্গনা চরিত্রে।

অপু বিশ্বাস সম্প্রতি একটি দেশীয় টিভি চ্যানেলের এক সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন। এক ঘণ্টা ১৩ মিনিটের সেই আয়োজনে এ চিত্রনায়িকা ভাগাভাগি করেছেন তার জীবনের গল্প।

সেই গল্পে অপু জা’নিয়েছেন, ‘জয়ের সঙ্গে তার বাবার (শাকিব খান) মাঝে মাঝে দেখা হয়। সেও ব্যস্ত। আমরা সবাই সবার জায়গা থেকে অনেক বেশি ব্যস্ত, দেখা হয়…।’

‘নিজের পছ’ন্দের সিনে’মার আ’লোচ’নায় অপু বলেছেন, ‘যখন যেটা আসে, তখন আমি সব মুভি দেখি। সব মি’লিয়ে দেখা হয় রোমান্টিক, কখনো অ্যা’কশন, কখনো বিভিন্ন… আমার বেশি ভালো লাগে হিন্দি মুভি দেখতে, ওটার মধ্যে একটা আর্ট থাকে।

যেটা বোঝা যায়, যেটা দেখার পর ফিল হয় আমি হয়তো আ’মার একটা ক্যা’রেকটা’র প্লে করতে পারব। যেটা ইংলিশ (ইংরেজি) মুভিতে অসম্ভব…।’ এই অভিনেত্রী আরো জানিয়েছেন, ছোটবেলায় তিনি নাচের শিক্ষিকা হতে চাইতেন।