সঙ্গী ক্রিকেটারদের নামাজি বানাতে যা করেন রিজওয়ান

বিদেশ সফরে নিজের স্ঙ্গীদের নামাজি বানাতে পাকিস্তান জাতীয় দলের উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান যা করেন, তা জানালেন দলটির ওপেনার ইমামুল হক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমামুল বলেন, বিদেশে গেলেও রিজওয়ান নামাজের প্রতি খুব যত্নবান থাকে। যখন-ই আমরা কোনো দেশে সফর করি, তখন রিজওয়ান একটি ওয়াটসাপ গ্রুপ চালু করে। ওই গ্রুপে নিয়মতান্ত্রিকভাবে ও সবাইকে প্রতি ওয়াক্তে নামাজের কথা স্মরণ করিয়ে দেয়।

দারুণ ফর্মে থাকা ইনজামামুল হকের ভাতিজা ইমামুল আরো বলেন, শুধু ওয়াটসাপে ম্যাসেজ দিয়েই ও তাবলিগের কাজ করে না; বরং আমাদের নামাজে ইমামতিও করে ও।

উল্লেখ্য যে, দলের মধ্যে ইসলাম পরিপালনকারী হিসেবে রিজওয়ানের খুব সুনাম। গত বিশ্বকাপে পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং কোট সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাথু হেইডেনকে পবিত্র কুরআন হাদিয়া দেন তিনি।

সূত্র : ডেইলি জং