পোল্যান্ড-বেলারুশ সীমান্তে ৮০ কিলোমিটার দীর্ঘ ট্রাকের জট

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক ও লুহানস্ক অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। রুশ ভাষাভাষী অধ্যুষিত এই দুটি অঞ্চল একত্রে ‘ডোনবাস’ নামে পরিচিত। স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির পর অঞ্চল দুটিকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া।

এখন পর্যন্ত ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধীও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী। এদিকে, আমেরিকা ও ইউরোপী ইউনিয়নের দেশগুলো এই অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে আখ্যা দিয়েছে।

এমন পরিস্থিতিতে পোল্যান্ড-বেলারুশ সীমান্তে ৮০ কিলোমিটার দীর্ঘ ট্রাকের জট তৈরি হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে দ্রুত রাশিয়ার ও বেলারুশের ট্রাক চালকরা পোল্যান্ড ছেড়ে যাওয়ার চেষ্টা করায় এই জট তৈরি হয়েছে বলে রবিবার জানিয়েছে বিবিসি।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, শনিবার মধ্যরাতের মধ্যে বেলারুশ ও রাশিয়ার ট্রাকগুলোকে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ত্যাগের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে সীমান্ত ছাড়ার জন্য বিপুল সংখ্যক ট্রাক ও লরি আসতে থাকে। তল্লাশি চৌকিতে বিপুল সংখ্যক যানবাহনের চাপ সামাল দিতে না পারায় ৮০ কিলোমিটার দীর্ঘ সড়কে ট্রাক ও লরিগুলোকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কোনো কোনো যান ৩৩ ঘণ্টা পর্যন্ত আটকে ছিল বলে জানা গেছে।

ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া ও বেলারুশ থেকে আসা লরিগুলোর প্রবেশনিষিদ্ধ করেছে। তবে ওষুধ, ডাক বা পেট্রোলিয়াম পণ্য বহনকারী লরিগুলোকে ছাড় দেওয়া হয়েছে।