মাওয়ায় সেহরি খেতে যাওয়ার সময় প্রাণ হারালেন কনস্টেবল

ঢাকা-মাওয়া রোডে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জাহিদুল ইসলাম রনি (২৭) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি সাভার মডেল থানায় কর্মরত ছিলেন। গতকাল (১৮ এপ্রিল) রবিবার দিবাগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকেরা রাত ২টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জাহিদুলের বন্ধু হিমেল মিয়া জানান, তিনি যাত্রাবাড়ী এলাকায় থাকেন।আর জাহিদুল থাকেন সাভারে। রাতে জাহিদুলের সাথে তার যোগাযোগ হয় এবং তখন তারা সিদ্ধান্ত নেয় মাওয়া ঘাটে গিয়ে সেহরি খাবেন। এ জন্য তারা চার বন্ধু মিলে ২টি মোটরসাইকেলে করে মাওয়া ঘাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জাহিদুল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে গুরুতর আহত হন।

তবে তার মোটরসাইকেলের পেছনে বসে থাকা বন্ধু কাউসার সামান্য আহত হয়। তখন অন্য বন্ধুরা তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা জাহিদুলকে মৃত ঘোষণা করেন। আর কাউসারকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মৃত জাহিদুলের শ্বশুর ফেরদাউস ভূঁইয়া জানান, জাহিদুলের বাড়ি নরসিংদী রায়পুরা উপজেলায়। বাবার নাম মৃত মো. জসিম উদ্দিন। সাভার মডেল থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিল জাহিদুল। পাঁচ বছর আগে বিয়ে করেছেন তিনি। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে সাভার থানার পাশেই থাকতেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।