সৌদি প্রবাসীদের জন্য সুখবর, ইকামা নবায়নে নতুন সিদ্ধান্ত

সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ সকল অভিবাসীর ইকামা (পারমিট কার্ড) নবায়নের নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে দেশটির জেনারেল ডিরেক্টরেট অফ পাসপোর্ট (জাওয়াজাত)। স্থানীয় সময় বৃহস্পতিবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি নতুন নিয়মের কথা জানায়।

বিবৃতির সূত্র ধরে সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, যদি কোনো প্রতিষ্ঠানের মালিকের কম্পিউটার সার্ভিস বন্ধ হয়ে যায়, তারপরেও তার অধীনে থাকা প্রবাসী কর্মীরা নিজেদের ইকামা নবায়ন করতে পারবেন। এতদিন নিয়োগকারী প্রতিষ্ঠান বা মালিকের (কফিল) মাধ্যমে ইকামা নবায়ন করতে হতো।

জাওয়াজাত জানিয়েছে, একজন সৌদি নাগরিক জানতে চাচ্ছিলেন যে তার কম্পিউটার সার্ভিস সাসপেন্ড রয়েছে, এই অবস্থায় তিনি তার অধীনে কর্মরত প্রবাসী কর্মীর ইকামা নবায়ন করতে পারবেন কিনা। এরই পরিপেক্ষিতে এক বিবৃতিতে এ তথ্য জানায় জাওয়াজাত।

বিবৃতিতে বলা হয়, এখন থেকে প্রতিষ্ঠানের মালিকের ডিজিটাল সার্ভিস সাসপেন্ডেড থাকলেও তার অধীনে কর্মরত প্রবাসী কর্মীরা তাদের ইকামা নবায়ন করতে পারবেন।