চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী

নব নির্বাচিত পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ উদ্বোধনী ভাষণে চীনের উদ্দেশ্যে বলেন, চীন ও পাকিস্তানের সম্পর্ক আরও মজবুত এবং দীর্ঘস্থায়ী হবে। তিনি বলেন কেউ আমাদের কাছ থেকে পাকিস্তান এবং চীনের বন্ধুত্ব ছিনিয়ে নিতে পারবে না।

এসময় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পারস্পরিক সমতার ভিত্তিতে রাখার কথা জানান তিনি। এছাড়া ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে কাশ্মিরের কাঁটার কথাই শোনালেন তিনি। একদিন আগে, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার ঠিক একদিন পরেই তার উদ্বোধনী ভাষণে পাকিস্তানি প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এদিকে পাকিস্তানের রাজনৈতিক পরিবর্তনের বিষয়ে ইসলামাবাদ ও বেইজিংয়ের মধ্যে সম্পর্ককে প্রভাবিত করবে না বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। বেইজিংয়ে একটি মিডিয়া ব্রিফিংয়ের সময় তিনি এ কথা জানান।

তিনি বলেছেন, আমরা আশা করি যে পাকিস্তানের সকল দল ঐক্যবদ্ধ থাকবে এবং যৌথভাবে তাদের সামগ্রিক জাতীয় স্থিতিশীলতা ও উন্নয়ন রক্ষা করবে। এছাড়া চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) স্থাপন প্রকল্প আরও দ্রুতগতিতে এগিয়ে নেওয়ার কথাও বলেন নতুন প্রধানমন্ত্রী।