দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে করা ৪৫৩ রানের জবাবে মাত্র ২১৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ফিল্ডিংয়ে নেমে প্রথম ওভারেই মারাত্মক আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় মেহেদী হাসান মিরাজকে। ঘটনাটি হৃদয়বিদারক হলেও এতে হাস্যরস খুঁজে পেয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার হরভজন সিং।
আলোচিত সেই ওভারে বোলিংয়ে ছিলেন এবাদত হোসেন। দ্বিতীয় বলে সারেল এরউই স্কোয়ার কাট খেললে বল ছুটে যায় গালিতে দাঁড়িয়ে থাকা মিরাজের কাছে। প্রাথমিকভাবে বলের দিকে নজর থাকলেও পরবর্তীতে বলের গতিপথ নির্ণয়ে ভুল করে বসেন এই অলরাউন্ডার। বল গিয়ে সজোরে আঘাত হানে তার পেটে। প্রচণ্ড ব্যাথায় সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন মিরাজ।
টিভি স্ক্রিনে দেখা যায় আঘাতপ্রাপ্ত স্থানে কালো দাগ পড়ে গেছে তার। মারাত্মক যন্ত্রণায় কেঁদেছেনও মিরাজ। তবে মিরাজের কান্না যেন হাসির খোরাক জুগিয়েছে প্রায়ই বেফাঁস মন্তব্য করে আলোচনায় আসা হরভজনের কাছে। সামাজিক মাধ্যম টুইটারে ক্যাপশনে হাসির ইমোজি ব্যাবহার করে মিরাজের ব্যাথা পাওয়ার ভিডিও শেয়ার করেছেন তিনি।
ক্যারিয়ারজুড়ে বারবারই নানা বিতর্কের জন্ম দিয়েছেন বদমেজাজি বলে পরিচিত হরভজন। অখেলোয়াড়সুলভ আচরণের কড়া মূল্যও দিতে হয়েছে কয়েকবার। জাতীয় দলের সতীর্থ শ্রীশান্তকে চড় মেরে আইপিএল থেকে নিষিদ্ধও হয়েছিলেন এই সাবেক অফ স্পিনার।