বলিউডে অভিষেকের পর সারা আলী খানকে দেখে অনেকেই চমকে গিয়েছিলেন। এই মেয়ে যে অবিকল তাঁর মা অমৃতা সিংয়ের মতো! সারার ছোট ভাই ইব্রাহিম আলী খানও দেখতে পুরোপুরি তাঁর বাবা সাইফ আলী খানের মতো।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই ছোট ভাইয়ের সঙ্গে তোলা ছবি পোস্ট করেন সারা। সেসব ছবি যাঁরাই দেখেছেন, একবাক্যে বলেছেন, এ যেন যুবক-যুবতী বয়সের সাইফ-অমৃতা।
তবে সারা দেখতে মায়ের মতো হলেও স্বভাবে নাকি পুরোপুরি বাবার মতো। এক সাক্ষাৎকারে ‘কেদারনাথ’ অভিনেত্রী বলেন, ‘লোকজন আমাদের আইডেন্টিক্যাল বলে থাকেন। বাড়িতে প্রায়ই এ নিয়ে আলোচনা হয়।
শুধু চারিত্রিক বৈশিষ্ট্য বদলে গেছে। আমি দেখতে মায়ের মতো হলেও স্বভাবে বাবার মতো আর ইব্রাহিম বাবার মতো হলেও স্বভাবে পুরোপুরি মা, একেবারে শান্তশিষ্ট। মা-বাবা অল্প বয়সে দেখতে ঠিক আমাদের মতো ছিলেন—এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এতটা মিল! সত্যিই অবাক করার মতো। ’
খুব অল্প সময়েই বলিউডে নিজের জায়গা পাকা করেছেন সারা। ‘কেদারনাথ’ দিয়ে শুরু। এরপর করেছেন ‘সিম্বা’, ‘লাভ আজকাল’, ‘কুলি নম্বর ওয়ান’ ও ‘আতরঙ্গি রে’।
দাদি শর্মিলা ঠাকুর, বাবা-মা ও বোনের পথ ধরে ইব্রাহিমও হাঁটছেন বলিউডের পথেই। এরই মধ্যে করণ জোহরের সহকারী পরিচালক হয়ে যাত্রা শুরু করেছেন। পর্দায় নামার ঘোষণা আসতে পারে যেকোনো সময়ই।
সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের ঘরে দুই সন্তান সারা ও ইব্রাহিম। কারিনা কাপুরকে বিয়ের পর সাইফের আরো দুই ছেলে হয়েছে—তৈমুর ও জেহ।