চট্টগ্রামের হাটহাজারীতে আয়েশা আক্তার (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা ফরহাদাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বংশাল এলাকার নূর মোহাম্মদ ফকির বাড়িতে এ ঘটনা ঘটে। আয়েশা আক্তার ওই এলাকার ডেকোরেশন ব্যবসায়ী মাহফুজুর ইসলামের স্ত্রী। তাদের দাম্পত্য জীবনে ১০ মাস বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। শ্বশুরবাড়ির দ্বিতীয় তলা ভবনের একটি কক্ষের মেঝেতে পড়ে থাকা অবস্থায় হাটহাজারী মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করেছে। বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, গৃহবধূর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বছর দুয়েক আগে মাহফুজুলের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় আয়েশা আক্তারের। তাঁদের দশমাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। গৃহবধূ আয়েশার পরিবারের অভিযোগ- তাঁর গলায় হাত দিয়ে চেপে ধরার দাগ পাওয়া গেছে। তবে শ্বশুরবাড়ির লোকজনের দাবি ওই গৃহবধূ মানসিক যন্ত্রণা থেকে আত্মহত্যা করেছেন। স্থানীয় বাসিন্দা ও শ্বশুরবাড়ির লোকজন জানান, মাহফুজুলের পাকা ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় গৃহবধূ আয়েশার লাশ দেখতে পায় পরিবার। পরে থানা পুলিশকে খবর দেয়।
নিহত গৃহবধূর ভাই প্রবাসী মো. আবদুল কাদের বলছেন, এই হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত। ঘটনাটি ভিন্ন খাতে নেয়ার জন্য তারা আমার বোনকে মানসিক রোগী বানাচ্ছে। কয়েক দিন আগেও আমি কথা বলেছি, আমার বোন সুস্থ মানুষ ছিল। আমার বোনকে তাঁর স্বামী, দেবর, ননদ যৌতুকের জন্য সারাক্ষণ শারীরিক ও মানসিক নির্যাতন করতো। আমার বোনের গলায় হাত দিয়ে চেপে ধরার দাগ রয়েছে। তাঁর লাশ পাওয়া গেছে দেবরের রুমে। তাঁর নিজের রুমে আত্মহত্যা করে দেবরের রুমে গেল কিভাবে? দরজা খোলা রেখে কি কেউ নিজের গলায় ফাঁস লাগায়? আমার বোনের লাশ ঝুলানো অবস্থায় ছিল না, মেঝেতে পড়ে ছিল। তাদের গতিবিধি সবই সন্দেহজনক। এই কারণে সুষ্ঠু তদন্ত করে হত্যাকাণ্ডের আসল রহস্য বের আনতে পুলিশের সহযোগিতা চাই।
লাশ উদ্ধারকারী হাটহাজারী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, মেয়ের শ্বশুরবাড়ির একটি কক্ষের মেঝে থেকে আয়েশার লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে। তবে ওই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে এখনো কোন মামলা হয়নি। লিখিত অভিযোগ পেলে অব্যশই আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।