রাস্তায় বসে অসহায় মানুষদের সঙ্গে ইফতার করলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সোমবার (৪ এপ্রিল) ইফতারের প্রায় ৩০ মিনিট আগে রাজধানীর কাওরানবাজার এলাকায় একটি টেলিভিশন চ্যানেলের অফিসের সামনে ইফতারের আয়োজন দেখে গাড়ি থেকে নেমে পড়েন তিনি।
এ সময় অসহায়, দুস্থ, নিম্ন আয়ের মানুষদের ইফতারের জন্য অপেক্ষা করতে দেখে নিজেও বসে পড়েন তাদের সঙ্গে। সবার জন্য ইফতারিতে শরবত, তেহারি, ফল, বিস্কুট ও খেজুর রাখা ছিল।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, কাদের নিয়ে এই আয়োজন জানা ছিল না। কয়েকজন সাংবাদিক ফোন করে আসতে বলেছিলেন, তাই এসেছি। এসে দেখলাম অসাধারণ খাবার পরিবেশন।
তিনি বলেন, তরুণদের এমন উদ্যোগ খুবই ভালো দিক। আমি এই উদ্যোগকে স্বাগত জানাই।
এদিকে মন্ত্রীর ইফতারের একটি ছবি পোস্ট করেছেন ‘এক টাকায় আহার – 1 Taka Meal’ ফেসবুক পেজ।
ভেরিফায়েড ফেসবুক পেজটিতে বলা হয়, মাটিতে বসা মন্ত্রীকে পাশে পেয়ে রিকশাওয়ালা দুঃখের কথা বলতে ভুল করেনি। সারাদিন রিকশা চালিয়েও বাজার মেলাতে কষ্ট হয়। জিনিসপত্রের দাম বাড়তি, আপনি একটু দেখবেন প্লিজ।
ভিড়ের মধ্যে অনেক কিছুই বলেছে, পাশাপাশি অবাক হয়েছে তার সরলতা, সাধারণের সঙ্গে মেশার আচরণ। জানি বিদ্যানন্দের এই ছবিতেও কমেন্ট আসবে ‘লোক দেখানো’; কিন্তু কজন পারবেন এভাবে আসতে, সাধারণের সঙ্গে মিশে ইফতার করতে।
‘গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা খালি রাস্তায় বসে মানুষের কষ্ট অনুভব থেকেই আরও সেরা উদ্যোগ উঠে আসবে, এটাই আমাদের বিশ্বাস।’