সৌদি আরবে এক্সিট এবং রিএন্ট্রি ভিসা ক্যানসেল করলে ফি ফেরত দেয়া হবে না

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে যেসকল প্রবাসী তাদের এক্সিট এবং রিএন্ট্রি ভিসা ইস্যু করার পরে সেটাকে বাতিল করবেন, তাদেরকে ভিসার ক্যানসেলশন ফি ফেরত দেয়া হবে না বলে জানিয়েছে সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অফ পাসপোর্ট।

এ বিষয়ে জাওয়াজাত জানিয়েছে, এক্সিট এবং রিএন্ট্রি ভিসা ইস্যু করার পরে প্রবাসী কর্মী চাইলেই সেই ভিসা ক্যানসেল করতে পারবেন না। শুধুমাত্র তার মালিক এর এবশের আইডি থেকেই এক্সিট এবং রিএন্ট্রি ভিসা ইস্যু হবার পরও বাতিল করা যাবে।

তবে, ইস্যু করার পরে যদি এক্সিট এবং রিএন্ট্রি ভিসা বাতিল করা হয়, তবে ভিসা ইস্যু করার ফি ফেরত পাবেন না প্রবাসী কর্মী। এমনকি যদি পরবর্তীতে তিনি আবারও এই একই ভিসা ইস্যু করেন, তবুও তিনি এই ভিসা বাতিল করলে ভিসা এর ফি ফেরত পাবেন না।