শনিবার থেকে রোজা রাখছেন ফরিদপুরের ১২ গ্রামের বাসিন্দা

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরের বোয়ালমারীর ১২টি গ্রামের কয়েক হাজার মুসলমান পবিত্র রমজানের রোজা রাখা শুরু করেছেন। শনিবার (২ এপ্রিল) ভোরে সেহরি খেয়ে রোজা রাখা শুরু করেন তারা।

এলাকাবাসী জানান, ১৯২৮ সাল থেকে বোয়ালমারী উপজেলার ১২টি গ্রামের কয়েক হাজার মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং অগ্রীম দুটি ঈদই পালন করছেন।

জেলা পরিষদের সদস্য ও শেখর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই এ রেওয়াজ চলে আসছে। দীর্ঘদিন ধরেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করেন। উপজেলার শেখর ও পার্শবর্তী রুপাপাত ইউনিয়নের ১২টি গ্রামের কয়েক হাজার মানুষ ভোরে সেহরি খেয়ে অগ্রীম রোজা শুরু করেছেন।

বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া বলেন, দীর্ঘদিন ধরে উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের কাটাগড়, সহস্রাইল, শেখর, ছয় হাজার, মাইটকোমড়া, ভুলবাড়িয়া, গঙ্গানন্দপুর, বড়গা, কলিমাঝি, রাখালতলী, বারাংকুলা, দড়ি সহস্রাইলসহ প্রায় ১২টি গ্রামের অধিকংশ মানুষ এ অগ্রীম রোজা ও দুই ঈদ পালন করছেন। চ্যানেল২৪