১২০ মিনিট রোমাঞ্চ ছড়ানোর পর টাইব্রেকারে জিতে কাতার বিশ্বকাপ নিশ্চিত করল সাদিও মানের দেশ সেনেগাল। আফ্রিকান অঞ্চলের বাছাইয়ের প্লে-অফের দ্বিতীয় লেগে টাইব্রেকারে ৩-১ ব্যবধানে মোহাম্মদ সালাহর মিশরকে হারিয়েছে সেনেগাল। এ নিয়ে তৃতীয়বারের মত ফিফা বিশ্বকাপে সেনেগাল। এর আগে ২০১৮ ও ২০০২ বিশ্বকাপে অংশ নিয়েছিল তারা।
সেনেগাল জিতলেও বিতর্ক হচ্ছে লেজার নিয়ে। টাইব্রেকারের সময় মিশরের ফুটবলারদের চোখেমুখে বারবার লেজার রশ্মি ফেলতে থাকেন স্বাগতিক সেনেগালের দর্শকরা। পেনাল্টি শ্যুট আউটে গোল করতে ব্যর্থ হন মিশরের সবচেয়ে বড় তারকা সালাহও। বল পোস্টের ওপর দিয়ে মেরে দেন তিনি। সালাহ শট নেওয়ার সময় তাঁর চোখেমুখে লেজার মারেন সেনেগালের দর্শকরা। এছাড়া মিশরের গোলরক্ষক এল সেনাওয়ের চোখেও বেশ কয়েকবার লেজার ফেলেন স্বাগতিক দর্শকরা।
টাইব্রেকারে সেনেগাল ও মিশরের প্রথম দুই শটেই গোল করতে ব্যর্থ হয়। সেনেগালের কৌলিবালি ও চিস এবং মিশরের মোহাম্মদ সালাহ ও জিজো ব্যর্থ হন। তৃতীয় ও চতুর্থ শটে সেনেগালের ইসমাইল সার ও বাম্বা দিয়েং আর ভুল করেনি। তৃতীয় শটে মিশরের আল সুলাইয়াও জাল খুঁজে পেলেও চতুর্থ শটে ব্যর্থ হন মোস্তফা মোহাম্মদ। সেনেগালের হয়ে পঞ্চম ও নির্ধারণী শট নিতে আসেন সাদিও মানে। তিনি আর করেনি ভুল, সঠিক স্পট কিকে সেনেগালকে নিয়ে যান কাতার বিশ্বকাপে।