১৬ বছরের ভাতিজাকে বিয়ে করতে স্বামীকে তা’লাক দিলেন চাচি

বিয়ের পর স্বামী বা স্ত্রী ব্যতীত অন্য কোন পুরুষ বা মহিলার সাথে প্রেমকেই পরকীয়া প্রেম বলে। এর ঝাঁঝ অতি মারাত্মক। মানবসমাজে কত ধরণের প্রেমই তো আছে! তবে যত ধরণের প্রেমই থাকুক না কেন ‘পরকীয়া’ প্রেমকে সবাই একটু ভিন্ন চোখে দেখে।

টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের গোসাইবাড়ি কুমুল্লি গ্রামে বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে উঠেছেন চাচি। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে।

বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন করটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. নেছার উদ্দিন। এর আগে, মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রতিবেশী ২৬ বছর বয়সী চাচির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন গোসাইবাড়ী কুমুল্লি গ্রামের মো. বেলায়েত হোসেনের ছেলে ১৬ বছরের মো. সোহাগ।

তাদের এক বছর ধরে সম্পর্ক চলছে। ভালোবাসার টানে মঙ্গলবার সকালে বিয়ের দাবিতে সোহাগের বাড়িতে ওঠেন চাচি। এতে বিপাকে পড়ে দুই পরিবার।

এরপরে সন্ধ্যায় ভাতিজার বাড়ির উঠানে স্থানীয় ইউপি সদস্য মো. নেছার উদ্দিনের উপস্থিতিতে সালিশ করেন মাতব্বর হেলাল মোল্লাহ, নজু মণ্ডলসহ শতাধিক মানুষ। এ সময় বৈঠকে সবার সামনে চাচি-ভাতিজা দুজনই বিয়ের দাবি তোলেন। আইনি জটিলতা থাকায় আগের স্বামীকে তালাক দেন চাচি।

ইউপি সদস্য মো. নেছার উদ্দিন বলেন, আগের স্বামীকে তালাকের ব্যবস্থা করে প্রেমিক সোহাগের বাড়িতে ওই নারীকে রেখে দিয়েছি। আইনি জটিলতা থাকায় তাদের বিয়ে দেওয়া সম্ভব হয়নি।