নারীদের ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়ে পাকিস্তানকে হারিয়ে বাজিমাত করে দেয় নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
বিশ্বকাপের মতো বড় মঞ্চে পাকিস্তানকে হারিয়ে ২৫ হাজার ডলার পুরস্কার পাচ্ছে বাংলাদেশ। এছাড়া বিশ্বকাপের মূল পর্বে খেলার সুবাদে বাংলাদেশ পাচ্ছে ৭০ হাজার ডলার। সব মিলিয়ে বাংলাদেশ পাচ্ছে ৯৫ হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮২ লাখ টাকা।
নিউজিল্যান্ডে বিশ্বকাপ খেলে মঙ্গলবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে ঢাকায় ফিরেছেন নিগার সুলতানা জ্যোতিরা।
এবারের আসরে পাকিস্তানের ওপরে থেকে সপ্তম অবস্থানে নিজেদের বিশ্বকাপ শেষ করেছেন সালমা-জাহানারারা। নিউজিল্যান্ড ছয় আর ভারত রয়েছে পাঁচ নম্বরে। প্রথম সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড ফাইনালে মুখোমুখি হবে।
এবারের নারী বিশ্বকাপে গতবারের তুলনায় পুরস্কারের অর্থ প্রায় ৭৫ শতাংশ বাড়ানো হয়েছে। আসরের চ্যাম্পিয়ন দল পাবে ১০ লাখ ৩২ হাজার ডলার। রানার্সআপ দল পাবে ৬ লাখ ডলার। সেমিফাইনালে হেরে যাওয়া বাকি দুটি দল পাবে ৩ লাখ করে। আসরে পঞ্চম থেকে অষ্টম দল পাবে ৭০ হাজার ডলার করে।