স্বপ্ন পূরণ করতে মানুষ যেকোনো কিছুই করতে পারে। ইচ্ছে থাকলেই স্বপ্ন পূরণ সম্ভব সেটা প্রমাণ করলেন তামিলনাড়ুর সালেমের এক যুবক। ওই যুবকের নাম ভি বুবাথি। নিজের স্বপ্নের বাইক কেনার জন্য তিন বছর ধরে খুচরো টাকা জমাচ্ছিলেন তিনি। তিন বছর ধরে জমানো টাকা দিয়ে অবশেষে কিনলেন স্বপ্নের বাইক।
স্বপ্নের বাইক কেনার জন্য তিন বছরে জমিয়েছেন দুই লাখ ৬০ হাজার টাকা। সবগুলোই এক টাকার কয়েন। বুবাথি কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক। অন্যরকম কিছু করার জন্য বছর চারের আগে ইউটিউবার হন তিনি। একটি বেসরকারি সংস্থায় কম্পিউটার অপারেটরের কাজও করেন।
শনিবার ১ টাকার নিয়ে হাজির হন বাইক কিনতে। ১ টাকার ২ লাখ ৬০ হাজারটি কয়েন নিয়ে রওনা দেন শোরুমের দিকে। শোরুমের মালিক তো ওই টাকা দেখে হতভম্ব। তবে বিরক্ত হলেও বুবাথিকে ফেরাননি। ওই টাকা গুনতে লেগেছে ১০ ঘণ্টা।
অবশেষে নিজের স্বপ্ন পূরণ করলেন বুবাথি। টাকা গোনা শেষে যুবকটির হাতে তুলে দেওয়া হয় বাইকটির চাবি। এ প্রসঙ্গে ভারত এজেন্সির ম্যানেজার মহাবিক্রান্ত বলেছেন, ওই যুবক তিন বছরের সঞ্চয় জমিয়ে বাইক কিনতে আসে। মোটরসাইকেল শোরুমের কর্মীরা বুবাথির তিন বছরের সঞ্চয় গণনা করতে ১০ ঘন্টা সময় নিয়েছেন। তবে শেষ পর্যন্ত সঠিক মূল্য দিয়ে কাগজপত্রে স্বাক্ষর করে নতুন বাইকটি কিনে ঘরে ফেরেন ওই যুবক।