অভিনেত্রী তানজিন তিশার বাবা আব্দুল কাশেম ১২ ফেব্রুয়ারি মারা গেছেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন তিনি চিকিত্সারত ছিলেন। ২০২১ সালে তাঁর মাইনর স্ট্রোকও হয়েছিল। তখনই কাকরাইলের ইসলামিয়া সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
সেখানেই তাঁর মৃত্যু হয়। বাবার অসুস্থতা ও পরবর্তী সময়ে মৃত্যুর কারণে শোকে কাতর ছিলেন তিশা। দুই মাস কোনো শুটিং করেননি। অবশেষে গতকাল থেকে আবার শুটিং শুরু করেছেন বলে জানালেন তিনি।
বলেন, ‘দুই মাস পর আবার কাজ শুরু করলাম। বাস্তবতা মেনে নেওয়া অনেক কঠিন, তবুও তো চলতে হয়। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশা করি সব সময়ের মতো আপনারা আমার পাশে থাকবেন। আমি বিশ্বাস করি, আমার বাবার দোয়া সব সময় আমার সঙ্গে থাকবে, আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করবে। ’
উল্লেখ্য, গতকাল মাহিদুল রাকিবের নাম ঠিক না হওয়া একটি ঈদের নাটকের শুটিং করেছেন তিশা। উত্তরার বিভিন্ন লোকেশনে হয়েছে নাটকটির শুটিং।
সূত্র : কালের কণ্ঠ