বিমানের ১৩২ আরোহীর কেউ বেঁচে নেই

দক্ষিণ চীনের পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হওয়া চীনের ইস্টার্ন এয়ারলাইনসের বিধ্বস্ত উড়োজাহাজের ১৩২ আরোহী ও ক্রু কেউই আর বেঁচে নেই। কুনমিং থেকে গুয়াংঝু যাওয়ার পথে গত সোমবার ১৩২ আরোহীর ফ্লাইট এমইউ-৫৭৩৫ গুয়াংশির পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়।

চীনের কর্মকর্তাদের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। চীনা ইস্টার্ন এয়ারলাইনসের এমইউ-৫৭৩৫ ফ্লাইটটি কুনমিং থেকে গুয়ানঝোউ যাচ্ছিল। পথিমধ্যে গুয়ানসির পাহাড়ি বনাঞ্চলে সোজাসুজি ভূমিতে আছড়ে পড়ে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

এদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আরেক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার (২৭ মার্চ) স্থানীয় সময় সকালে বিমানটির ধ্বংসাবশেষ থেকে দ্বিতীয় ব্ল্যাক বক্স বা ফ্লাইট ডাটা রেকর্ডারটি উদ্ধার করা হয়েছে।

এর আগে গত বুধবার বিমানের প্রথম ব্ল্যাক বক্সটি উদ্ধার করা হয়। সেটিকে পরীক্ষা–নিরীক্ষার জন্য রাজধানী বেইজিংয়ে পাঠানো হয়েছে।

উদ্ধারকর্মীদের বরাত দিয়ে চীনের বিমান পরিবহনের কর্মকর্তারা জানিয়েছেন, ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে এখন পর্যন্ত ১২০ জন নিহতের পরিচয় শনাক্ত করা গেছে।

টানা কয়েকদিনের উদ্ধার তৎপরতার পর শনিবার (২৬ মার্চ) রাতে চীনা কর্মকর্তারা বিমানের ৯ ক্রুসহ সকল আরোহীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন।

গত প্রায় তিন দশকের মধ্যে চীনের সর্বোচ্চ প্রাণঘাতী হওয়া উড়োজাহাজ দুর্ঘটনা এটি। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং দুর্ঘটনার বিষয়টি পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন।