ঢাকার জ্যামে কলকাতার মীরাক্কেলের মীর

বাংলাদেশে এসেছেন কলকাতার জনপ্রিয় কমেডি শো ‘মীরাক্কেল’ এর উপস্থাপক মীর আফসার আলী। গত ২৫ মার্চ ঢাকায় পা রাখেন তিনি। ঢাকায় এসে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেন মীর। এছাড়া গত দুইদিনে রাজধানীর আশেপাশের কিছু জায়গা ঘুরে দেখেছেন মীর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সেসকল মুহূর্তের ভিডিও শেয়ার করছেন মীর। সম্প্রতি পদ্মার পাড়ে ইলিশ খেতে গিয়েছিলেন তিনি।
এছাড়াও বাংলাদেশের দইয়ের অনেক প্রশংসা করেছেন মীর। ফেসবুকে দইয়ের ছবি শেয়ার করে মীর

লিখেন, এতে যদি বিষ মেশানো থাকতো, আমি তাও খেতাম! অনেকদিন কোনো কিছুর জন্য ওই বিখ্যাত দুটো শব্দ ব্যবহার করিনি। আজ করছি… এই দইটার জন্য… অসাম সালা।

তবে ঢাকায় এসে জ্যামের বিড়ম্বনাতেও ভুগতে হয়েছে মীরকে। আজ রবিবার ২৭ মার্চ দুপুরে এক স্ট্যাটাসের সঙ্গে ভিডিও যোগ করে ঢাকার জ্যাম নিয়ে রসিকতা করেন মীর। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেন, একটা অন্য ধরণের রবিবার… ড্রাইভার ভাই কইতাসে, জ্যাম লাগসে মীর ভাই, ঘুমায়ে লন… লকেশনে পৌঁসায়া আপনারে ডাক দিমু!

ভিডিওর ক্যাপশনে সড়কের নাম উল্লেখ না করলেও তিনি লোকেশনে কারওয়ান বাজার, ঢাকা দিয়ে রেখেছিলেন মীর। সম্ভবত সেখানকার কোনো সড়কেই জ্যামে আটকে ছিলেন এই ভারতীয় তারকা।