বিশ্ববাজারে আবারও বাড়তে পারে স্বর্ণের দাম। কারণ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণের আন্তর্জাতিক রিজার্ভের সঙ্গে জড়িত আর্থিক লেনদেনগুলোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও জি-সেভেন। শুক্রবার (২৫ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার স্বর্ণ ব্যবহার করার ক্ষমতা সীমিত করার জন্য এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার কয়েক বছর ধরে স্বর্ণের এই রিজার্ভ গড়ে তুলেছে। বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম স্বর্ণের মজুদ রয়েছে রাশিয়ার।
এর আগে মার্কিন ট্রেজারি বিভাগ তাদের ওয়েবসাইটে একটি সতর্কবার্তায় জানিয়েছিল, রাশিয়া যেন নিষেধাজ্ঞা এড়াতে না পারে সে জন্য স্বর্ণ সংক্রান্ত রাশিয়ার লেনদেনও যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে।
বর্তমানের দেশের বাজারে ২২ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৭৭ হাজার ৯৯ টাকায়, ২১ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৭৩ হাজার ৫০০ টাকায় এবং ১৮ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৬৩ হাজার ১০২ টাকায় এবং সনাতন পদ্ধতিতে প্রতিভরি স্বর্ণ ৫২ হাজার ৬০৫ টাকায় বিক্রি হচ্ছে।