বাংলাদেশ বিশ্বকাপ জিততে পারে

প্রথমে অবিশ্বাস্য বোলিং ও ফিল্ডিং, এরপর চোখধাঁধানো ব্যাটিং। দুই ওপেনারের রেকর্ড জুটি। তামিম ইকবালের সৌরভ ছড়ানো সব শট, লিটন দাসের ব্যাটে নান্দনিকতার পাশাপাশি সতর্কতা। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে বাংলাদেশের পারফরম্যান্স ছিল এমনই মনোমুগ্ধকর।

তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। রচিত হয়েছে ইতিহাস।

এদিকে, টাইগার কোচ রাসেল ডোমিঙ্গো বলছেন অন্তত এবার বিশ্বাস তৈরি হওয়া উচিৎ বাংলাদেশ বিশ্বকাপ জিততে পারে। এবার না হলে আর কোনো কিছুতে এই বিশ্বাস অর্জন সম্ভব নয় বলে মনে করেই এই দক্ষিণ আফ্রিকান।

দক্ষিণ আফ্রিকান কন্ডিশনে এমন অর্জনে বিশ্বকাপ জেতার ব্যাপারে আত্মবিশ্বাস বাড়ানো উচিৎ বলে অধিনায়ক তামিম ইকবালকে বার্তা দিয়েছেন ডোমিঙ্গো। আজ ২৪ মার্চ দক্ষিণ আফ্রিকায় সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তামিম।

সেখানেই প্রসঙ্গক্রমে টাইগার কাপ্তান বলেন, ”গতকাল ম্যাচ শেষে রাসেল (ডোমিঙ্গো) দারুণ একটি কথা বলেছে, তিনি বলেছেন, ‘এই সিরিজ জেতার পর তোমরা যদি বিশ্বাস না করো যে, তোমরা বিশ্বকাপ জিততে পারবে তাহলে আর কোনো কিছুতে বিশ্বাস করবে না।’ আমি মনে করি, এটা খুব ভালো বার্তা। আমি মনে করি, এটা দিয়ে শুরু হলো।”