ইমরান খানের খেলা শেষ: মরিয়ম নওয়াজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পর তার খেলা শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দেশটির মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। সোমবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে এ মন্তব্য করেন তিনি।

মরিয়ম নওয়াজ বলেন, মুদ্রাস্ম্ফীতি ও সুশাসনের অভাবে আপনার (ইমরান) নির্বাচনী সম্ভাবনা শেষ। আপনি খেলায় হেরে গেছেন; আসন্ন নির্বাচনেও। আপনার ভাষণ শুনেছি আমি, সে শব্দ পরাজিত মানুষের। খবর দ্য ডনের

বিরোধীদের গালমন্দ করায় প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করে এ নেতা আরও বলেন, প্রতিটি দলই এমন কিছু কার্যক্রমের মধ্য দিয়ে যায়, তবে আপনি যে ভাষা ব্যবহার করেছেন, তা কোনো দলের কোনো নেতা ব্যবহার করেননি। বিরোধীদের উপহাস করেছেন আপনি। এ সময় ইমরান খানের নেতৃত্বাধীন সরকারকে পদত্যাগের আহ্বান জানান এই বিরোধী নেতা।

ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের তারিখ ঘোষণার পর তার সরকারের ক্ষমতা হারানোর বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে এই মন্তব্য করেন মরিয়ম নওয়াজ। গণতান্ত্রিকভাবে নির্বাচিত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সাড়ে তিন বছর যেতে না যেতেই ভাগ্য যাচাইয়ের মুখোমুখি ইমরান।

বিরোধীদের চাপ ও সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে আগামী শুক্রবার তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উঠছে পার্লামেন্টে। এ ভোটে হারলে পতন হবে তার সরকারের।

রোববার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের স্পিকার আসাদ কাইসার অনাস্থা প্রস্তাব উত্থাপনের এ তারিখ ঘোষণা করেন। ওই দিন সকাল ১১টায় প্রস্তাবটি তোলা হবে।

জোটের ও বিক্ষুব্ধ নেতাদের সমর্থন না পেলে ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে। এ ভোটে পিটিআই ছেড়ে যাওয়া নেতারা বিরোধীদের পক্ষে মত দিলে হারতে পারেন প্রধানমন্ত্রী।

ইমরান খানের বিরুদ্ধে মূলত অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে অব্যবস্থপনার অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব করেছেন বিরোধীরা। এখন পর্যন্ত পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী পূর্ণ মেয়াদ দায়িত্ব পালন করতে পারেননি। এরই মধ্যে শুক্রবার হচ্ছে ইমরানের ভাগ্য যাচাই।