ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। মুক্তির মাত্র ৯ দিনে এর আয় প্রায় ১৫০ কোটি রুপি! মাত্র ১৪ কোটি রুপি বাজেটে নির্মিত একটি সিনেমার এমন অবিশ্বাস্য সাফল্য নিয়ে মশগুল বলিমহল।
বিশ্লেষকদের মতে, সিনেমা মুক্তির পর এ নিয়ে ওঠা তুমুল বিতর্কই এর সাফল্যের নেপথ্য কারণ। ‘দ্য কাশ্মীর ফাইলস’ ইস্যুতে ভিন্ন ভিন্ন মতামত দিচ্ছেন বলিউড তারকারাও। কেউ প্রশংসা করছেন কেউ আবার করছেন বিরোধিতা।
এমন উত্তপ্ত পরিস্থিতিতে সিনেমাটি নিয়ে বির্তকিত মন্তব্য করেছেন বলিউডের শক্তিমান অভিনেতা নানা পাটেকর। এমন সিনেমার মাধ্যমে ভারতে সমাজ টুকরো টুকরো হয়ে যাবে বলে মনে করেন এ খ্যাতিমান অভিনেতা।
সম্প্রতি জাতীয় পুরস্কার পাওয়া এই অভিনেতা বলেছেন , ‘হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই এই ভারতের বাসিন্দা। দুই সম্প্রদায়ের মানুষ শান্তি, সৌহার্দ-সম্প্রীতিতে বসবাস করে। কারণ তাদের একে-অন্যকে প্রয়োজন। পরস্পরকে ছাড়া থাকতে পারবেনও না তারা।
কিন্তু কোনো এক সিনেমার জন্য এই দুইয়ের মধ্যে বিভাজনের পরিস্থিতি তৈরি হওয়া ঠিক নয়। দেখতে হবে সবাই যেন শান্তিতে থাকেন। এমন সিনেমা বানিয়ে যারা এই শান্তি ভাঙার চেষ্টা করছেন, তাদের কাছে জবাব চাওয়া উচিত। তাদের বুঝিয়ে দেওয়া উচিত, এমন করলে সমাজটাই টুকরো টুকরো হয়ে যাবে।’
উল্লেখ্য, ‘দ্য কাশ্মীর ফাইলস’সিনেমাটি নিয়ে ভারতের রাজনীতির মাঠও উত্তপ্ত। বিজেপিশাসিত চার রাজ্য মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট ও হরিয়ানায় সিনেমাটি করমুক্ত ঘোষণা করা হয়েছে। এটি দেখতে মধ্যপ্রদেশ রাজ্যে পুলিশ সদস্যদের ছুটিও দেওয়া হয়েছিল।
কিন্তু সিনেমাটি দেখতে নিষেধ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সিনেমায় কিছু মিথ্যা তথ্য দেওয়া হয়েছে বলে দাবি করেছেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
ভারতের ন্যাশনাল কনফারেন্সের ভাইস প্রেসিডেন্টের দাবি, ‘নির্মাতারা সন্ত্রাসের মোকাবিলা করতে গিয়ে মুসলিম-শিখদের বলিদানকে অস্বীকার করেছে। সত্যকে লুকিয়েছে। কারণ যখন কাশ্মীরি পণ্ডিতরা ঘরছাড়া হন, তখন ফারুক আবদুল্লাহ মুখ্যমন্ত্রী ছিলেন না। তখন জগমোহন ছিলেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল। আর তখন ভিপি সিংয়ের সরকার ছিল কেন্দ্রে। সেটি ছিল বিজেপি সমর্থিত সরকার।’
প্রসঙ্গত, বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমায় নব্বইয়ের দশকে কাশ্মীর থেকে কীভাবে কাশ্মীরি পণ্ডিতদের বিতাড়িত করা হয়েছিল, কীভাবে পরিবারগুলোর ওপর নিপীড়ন চলেছিল, সেই চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশী, দর্শন কুমারের মতো তারকারা।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস