রাশিয়া-ইউক্রেন ইস্যুতে যা বললেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী

ইউক্রেন ইস্যুতে সব পক্ষকে ‘সংযম করতে’ বলেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল-তাহানি। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে তিনি ইউক্রেন সংঘাত যেন আর বৃদ্ধি না পায় সেই আহ্বান জানিয়েছেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়।

শেখ মোহাম্মদ ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবার প্রতি আহ্বান জানান, সবাই সংযমী হোন। কূটনৈতিক পন্থায় এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক এই সংকট দূর করুন। রোববার এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আল-জাজিরা।

উল্লেখ্য, রোববার ইউক্রেনে রাশিয়ার অভিযানের ১৮ তম দিন চলছে। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সেনারা।

এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।