ইউক্রেনে সেনা পাঠালে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যাবে: বাইডেন

ইউক্রেনে সেনা পাঠালে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যাওয়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

এক টুইটে বাইডেন লিখেন, পরিষ্কার করে বলতে চাই আমরা ন্যাটো অঞ্চলের প্রতিটি ইঞ্চিতে তাদের (রাশিয়া) সর্বশক্তি দিয়ে প্রতিহত করব। আমরা ইউক্রেনে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করব না। ন্যাটো ও রাশিয়া মুখোমুখি অবস্থান নিলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ হামলা শুরুর পর থেকেই সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়ে আসছিলেন বাইডেন। প্রতিবারই তিনি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা জানিয়ে ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়টি নাকচ করে দেন।

সামরিক সহায়তার পরিবর্তে অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথ বেছে নিয়েছেন বাইডেন। তিনি রাশিয়ার তেল-গ্যাস-কয়লাসহ নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

শুক্রবার রাশিয়ার অ্যালকোহল, সিফুড, হীরা আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি দেশটির নিষেধাজ্ঞার আওতায় পড়া অভিজাতদের তালিকা আরও দীর্ঘ করেছে যুক্তরাষ্ট্র।

ইউক্রেনের পক্ষ থেকে সামরিক সহায়তার আহ্বান জানালেও তার আহ্বানে সাড়া দিচ্ছে না ন্যাটো ও যুক্তরাষ্ট্র। তাদের দাবি, ইউক্রেনকে সামরিক সহায়তা দিলে যুদ্ধের তীব্রতা বেড়ে যাবে। যার প্রভাব পুরো ইউরোপ মহাদেশে ছড়িয়ে পড়বে।