গোটা বিশ্বের ইহুদিদের কাছে বিশেষ আবেদন জেলেনস্কির

কঠিন যুদ্ধ শুরু হয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। এদিকে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, পৃথিবীর মানচিত্র থেকে ইউক্রেনকে মুছে ফেলতে চাইছে রাশিয়া। মুছে ফেলতে চাইছে ইউক্রেনের ইতিহাস, সংস্কৃতি সবকিছু।

কিন্তু কেবল বোমা ফেলে আর রকেট ছুঁড়ে ইউক্রেনকে মুছে ফেলা যাবে না। প্রেসিডেন্টের বক্তব্য, রাশিয়ার সেনারা জানেই না ইউক্রেনের ইতিহাস। তাদের কাছে কিয়েভ বিদেশ। সেজন্যই তারা হলোকস্টের মেমোরিয়ালে আক্রমণ চালায়।

জেলেনস্কি বলেছেন, নাৎসি আক্রমণের সময় ওই অঞ্চলে ৩৩ হাজার ইহুদিকে হ’ত্যা করা হয়েছিল। তাদের স্মরণ করেই ওই মেমোরিয়াল তৈরি হয়েছিল। মৃতদের কবর দেওয়া হয়েছিল ওখানে। গোটা বিশ্ব তখন জানিয়েছিল, আর কোনোদিন এমন বর্বর আক্রমণ হবে না।

কিন্তু রাশিয়া হলোকস্ট মেমোরিয়ালে আক্রমণ চালিয়ে ফের একই কাজ করল। এরপরেই গোটা বিশ্বের ইহুদিদের কাছে ইউক্রেনের পাশে দাঁড়ানোর আবেদন জানান জেলেনস্কি। তিনি বলেছেন, এতদিন বিশ্বের শক্তিশালী দেশগুলি ইউক্রেনের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। কিন্তু লড়াইয়ে ইউক্রেন ক্রমশ একা হয়ে পড়ছে।