রাশিয়ান ট্যাঙ্কার ঠেকাতে ব্রিজসহ নিজেকে উড়িয়ে দিলেন ইউক্রেনীয় সেনা

রাশিয়ার আগ্রাসন ঠেকাতে লড়াই করে যাচ্ছে ইউক্রেন। একের পর এক রাশিয়ান ট্যাঙ্কার প্রবেশ করছে দেশটিতে। এদিকে রাশিয়ান ট্যাঙ্কারের অগ্রযাত্রা ঠেকাতে ব্রিজসহ নিজেকে উড়িয়ে দিয়েছেন ভিটালি স্কাকুন ভলোদিমিরোভিচ নামের ইউক্রেনের এক সেনা।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এই ঘটনাটি ঘটেছে। রাশিয়া ইউক্রেনের মূল ভূখণ্ডে প্রবেশের জন্য ক্রিমিয়া থেকে খেরসন প্রদেশ হয়ে যায়। সেখানেই অবস্থিত হেনিচেস্ক সেতু। রাশিয়ার ট্যাঙ্ক ও গাড়ি ওই পথ দিয়ে ইউক্রেনে প্রবেশের পরিকল্পনা নেই। তাতে বাধা দেন স্কাকুন ভলোদিমিরোভিচ।

ভলোদিমিরোভিচ যখন দেখলেন রাশিয়ান সারি সারি ট্যাঙ্কার সেতুর দিকে এগিয়ে আসছে সেসময় গায়ে মাইন বেঁধে নিজেকেই উড়িয়ে দেন তিনি। চার লেনের সেতু মুহূর্তেই ভেঙে পড়ে। এর ফলে থেমে যায় রাশিয়ার ট্যাঙ্ক বাহিনী।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ফেসবুক পেজে ভিটালি স্কাকুন ভলোদিমিরোভিচের আত্মত্যাগের কথা জানানো হয়েছে। এই বীরত্বের জন্য ইউক্রেনের মানুষের প্রশংসায় ভাসছেন ভলোদিমিরোভিচ।