পুতিনকে ফোনে যা বললেন মোদি

ইউক্রেন সঙ্কট নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাশিয়া এবং ন্যাটো গোষ্ঠীর মধ্যে যে মতপার্থক্য তৈরি হয়েছে, তা যে আন্তরিক এবং সৎ কূটনৈতিক আলোচনার মাধ্যমেই দূর করা সম্ভব- পুতিনকে সেই বার্তাও দিয়েছেন মোদি।

এর পাশাপাশি দ্রুত এই সংঘাত বন্ধেরও অনুরোধ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। খবর এনডিটিভির।

এই বৈঠকে ইউক্রেনে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মোদি। বিশেষ করে ইউক্রেনে থাকা ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে তিনি বেশি চিন্তায় আছেন বলে জানান। ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের নিরাপদে দেশে ফেরানোর ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভারতের সরকারপ্রধান।

এর আগে আজ ইউক্রেনের পক্ষ থেকে পুতিনের সঙ্গে মোদির আলোচনার অনুরোধ জানানো হয়। নয়াদিল্লিতে ইউক্রেনের রাষ্ট্রদূত ইগর পলিখা বলেন, ‘বিশ্বের খুব কম নেতার কথাই শোনেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাদেরই একজন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই রাশিয়ার সঙ্গে নয়াদিল্লির ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা উচিত।’

ইউক্রেনের রাষ্ট্রদূত আরও বলেন, ‘এই পরিস্থিতিতে ভারতের অবস্থান নিয়ে ইউক্রেন সন্তুষ্ট। ভারতের সঙ্গে রাশিয়ার বিশেষ সম্পর্ক আছে। সেই কারণে যুদ্ধ থামাতে সক্রিয় ভূমিকা নিতে পারে ভারত।’