আমুয়ার চরে ভেসে এলো মৃত ডলফিন

বরগুনার আমতলী পায়রা (বুড়িশ্বর) নদীর পৌর শহরের আমুয়ার চরে আজ (রবিবার) দুপুর সাড়ে ১২টার দিকে ৫ ফুট দৈর্ঘ্যের একটি শুশুক প্রজাতির মৃত ডলফিন দেখতে পায় নদীতে গোসল করতে যাওয়া স্থানীয় কিছু শিশু, কিশোর ও জেলে।

প্রত্যক্ষদর্শী জেলে শুরাত গাজী জানান, ডলফিনটির শরীরের উপরিভাগের বিভিন্ন অংশের চামড়া উঠে গেছে, অর্ধগলিত এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, সাগরে মৃত্যু হওয়া ওই ডলফিনটি সকালের জোয়ারে সাগর থেকে ভেসে ওই চরে এসেছে।

স্থানীয় সমাজসেবক মো. আমিনুল ইসলাম সোহেল তালুকদার বলেন, ‘সংবাদ পেয়ে মৃত ডলফিনটি দেখতে গিয়েছিলাম।

স্থানীয়দের ডলফিনটিকে মাটিচাপা দিতে বললেও তারা সেটা না করে জোয়ারের পানিতে ভাসিয়ে দিয়েছে। ‘
আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার মুঠোফোনে বলেন, ‘মৃত ডলফিন ভেসে আসার কোনো সংবাদ পাইনি। প্রত্যক্ষদর্শীদের উচিত ছিল ডলফিনটিকে মাটিচাপা দেওয়া। ‘